আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ; বগুড়ার আদমদীঘিতে ধানক্ষেত থেকে মাদকাসক্ত নাঈম হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় আদমদীঘি উপজেলার কড়ই দক্ষিণ পাড়া মাঠে গভীরনলকূপ ঘরের পাশে জমি থেকে তার লাশ উদ্ধার করে। নাঈম উপজেলার কড়ই সরকারপাড়ার নাসির উদ্দিনের ছেলে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাঈম অটো চার্জার চালক। সে মাদকাসক্ত ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদক সেবন করে কড়ই দক্ষিণ মাঠে গভীর নলকূপ ঘরের পাশে জমিতে অসুস্থ হয়ে মারা যান তিনি। স্থানীয় লোকজন তাকে দেখে পুলিশে খবর দিলে রাত ৮টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে মাদকাসক্ত ছিল। তার মৃতদেহের পাশে পরে ছিল নেশা জাতীয় দ্রব্য। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।