আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সুদসহ কর্জের টাকা না পেয়ে আলমগীর সরদার নামের এক ব্যক্তিকে মারপিট করে গুদাম ঘরে আটক রেখে জোরপূর্বক ৭ লাখ টাকার ব্যাংক চেক লিখে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে আলমগীর সরদার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আদমদীঘি থানায় একই গ্রামের জাহিদুল ইসলাম, ছায়ফুল ইসলাম, সাদিকুল ও মোসলেম মন্ডলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগকারী বাগিচাপাড়া গ্রামের আলমগীর সরদার জানায়, সাংসারিক অভাবের কারণে সে ৬ বছর আগে একই গ্রামের মোসলেম মন্ডলের নিকট দাদন হিসেবে ৫ লাখের অধিক টাকা কর্জ নেন। ওই কর্জের টাকার সুদ নিয়মিত প্রদান করে আসছিল। চলতি বছর অভাবের কারণে সুদসহ মূল টাকা পরিশোধ করতে পারে নি। এক মাস আগে উভয়ের মাঝে সমঝোতায় আগামী কার্তিক মাসের শেষে বাড়ি বিক্রি করে সুদসহ কর্জের সমুদয় টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়।
এদিকে গতকাল শুক্রবার ভোর ৫টায় উল্লিখিত ব্যক্তিরা পাওনা টাকার জন্য আলমগীর সরদারের বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক টেনেহেচড়ে মারপিট করে তাদের গুদাম ঘরে আটক রাখে। এরপর আলমগীর সরদারের নিকট থেকে ৭ লাখ টাকার চেক লিখে নেয়। এসময় স্থানীয়রা জানতে পেরে আলমগীরকে উদ্ধার করে।
জাহিদুল ইসলাম মারিপট করার কথা অস্বীকার করে জানায়, পাওনা টাকা পেয়েছি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।