আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে চাল ও ধান মজুদ রাখার দায়ে আবারও দুই চাতাল মালিকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ১ অক্টোবর বিকেলে অভিযানকালে দুইটি চালকলে অবৈধ ভাবে চাল ও ধান মজুদ রাখার দায়ে ৬০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আদমদীঘির বিভিন্ন চালকলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে উপজেলার ডহরপুর সামছুল চালকলে চাতাল মালিক সামছুল হকের ১০ হাজার টাকা ও ভাইবোন চালকলের মালিক হান্নানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বুধবার সাইলো সড়কের পাশে ডিজিএম চালকলের মালিক মোতালেবের ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।