
আল মাসুদ,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঝু’লন্ত অবস্থায় বিউটি রানী (২০) নামে এক নববধূর ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মে) দিনগত রাতে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামে তার নিজ ঘরের স্বরের সাথে ঝু’লন্ত অবস্থায় ম’রদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, নববধূ বিউটি রানী একই গ্রামের বিদ্যামহনের ছেলে এবং উজ্জলের স্ত্রী। সে একই উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানি গ্রামের জতিসের মেয়ে। এ ঘটনায় মৃতের বাবার বাড়ির লোকেরা অভিযোগ করছেন তাকে হ’ত্যা করে ঝু’লিয়ে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে মৃতের স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ পাহাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝু’লন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদেহটি উদ্ধার করে।
এদিকে বিউটির বাবা জতিস ও পরিবারের লোকেরা অভিযোগ করেন, ১১ মাস আগে পারিবারিকভাবে বিউটির বিয়ে হয় উজ্জলের সাথে। এর মাঝে বিউটি বাবার বাড়িতে জানায় উজ্জল বিয়ের পর একই এলাকায় নতুন এক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ বিষয়ে স্বামীকে একাধিকবার বাধা দিলে তাদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয় বলে জানায়। এখন বিউটিকে প’রকিয়া প্রেমের সম্পর্কের কারণে হ’ত্যা করে ঝু’লিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঝু’লন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ম’রদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।নিহতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।