প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২২, ৮:৫২ অপরাহ্ণ
আটোয়ারীতে করোনা অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত
![]()
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ)মানব কল্যাণ পরিষদের উপজেলা প্রসপেক্ট প্রকল্প অফিসের সভা কক্ষে মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অব কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় মিডিয়া ক্যাম্পেইন এর অভিজ্ঞতা বিনিময় সভায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র প্রজেক্ট ম্যানেজার সাদেকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রজেক্ট অফিসার রহমত আলীর সঞ্চালনায় এমকেপি’র রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় অর্জিত বাস্তব অভিজ্ঞতাসমুহ ভিডিও চিত্র প্রদর্শের মাধ্যমে উপস্থাপন করেন।
এসময় আটোয়ারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ মোকাবেলায় সমস্যা চিহ্নিত করে বিভিন্ন দল গঠন, তথ্য কেন্দ্র স্থাপন, বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন, কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অর্জনসমুহ সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে বক্তারা বলেন যে, করোনা এখনো শেষ হয়নি। যে কোন সময়ে ভিন্নরূপে এটির প্রকট বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিমূলক এ রকম কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
মিডিয়া ক্যাম্পেইনে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মী ও ক্যাম্পেইন এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube