মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :
কোয়ার্টার ফাইনাল। বড়জোর সেমিফাইনাল। বড় কোনও টুর্নামেন্টে আজ পর্যন্ত ফাইনাল ম্যাচের স্বাদ পায়নি বাংলাদেশ। সেখানে আজ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে যুবরা। বড় স্বপ্ন তো দেখারই কথা। তবে তাদের স্বপ্ন আর সেটাকে বাস্তবায়িত করার মাঝে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে শক্তিশালী ভারতীয় দল। পাহাড় টপকাতে পারলে বাংলাদেশের যুব ক্রিকেটাররা দেশের নতুন ইতিহাস রচনা করবে।
বাংলাদেশের সিনিয়র দলের পরিসংখ্যান ভারতের বিরুদ্ধে খুবই খারাপ। সাম্প্রতিক অতীতে কোনও বড় মঞ্চে যতবার ভারতের বিরুদ্ধে নেমেছে বাংলাদেশ, হারের মুখে পড়তে হয়েছে। কিন্তু ছোটরা হতাশ করবে না বলে আশা করেছেন বাংলাদেশের ১৬ কোটি সমর্থক। আর বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ দলের পারফরম্যান্সও তো দারুন। এবার বিশ্বকাপে তারা এখনও কোনও ম্যাচ হারেনি। একের পর এক শক্তিশালী দলের বিরুদ্ধে জিতেছে তারা। কোয়ার্টার ফাইনালে সাউথ আফ্রিকা এবং সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করেছে বাংলাদেশ।
ভারত-বাংলাদেশ, দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ভারতীয় দল জিতেছে ১৮টি ম্যাচ। বাংলাদেশ জিতেছে তিনটি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দল চারবারের চ্যাম্পিয়ন। যদিও এই ম্যাচ নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই যুবাদের। আসল উদ্দেশ্য বাড়তি চাপ নেওয়া যাবে না। তাহলেই আজ ১৬ কোটী মানুষের মনের আশা, চাওয়া- পাওয়া সব পূরণ হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।