ক্রাইম পেট্রোল ডেস্ক:
আচরণবিধি ল'ঙ্ঘন করার দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত অনুসন্ধান কমিটি। আজ বৃহস্পতিবার রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ কারণ দর্শানোর চিঠিটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন।
অনুসন্ধান কমিটি চিঠিতে জানায়, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে আপনি গত ২ ডিসেম্বর শনিবার রাতে নির্বাচনী আচরণবিধি ল'ঙ্ঘণ করে প্রতীক বরাদ্দ করার আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন।
জনসভায় আপনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মো. মেরাজুল ইসলামকে জনসমক্ষে 'কু'লাঙ্গার' বলে অপবাদসহ বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন। আপনি ১৭ ডিসেম্বরের পর তাকে দেখে নেওয়াসহ প্রা'ণনাশের হুমকি দিয়েছেন। আপনার এই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ ল'ঙ্ঘন করেছেন। যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।
চিঠিতে আরো জানানো হয়, 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮' এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ ল'ঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে মর্মে আগামী রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।