প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২১, ৭:৪৫ অপরাহ্ণ
আগামী বছর বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণে সুফল পাওয়া যাবে

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, "আগামী বছর বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণের সুফল পাওয়া যাবে। এই মুহুর্তে আমাদের সকল কার্যক্রম চলমান রয়েছে।”
মন্ত্রী আরও বলেন, পঞ্চগড় থেকে সরাসরি ঢাকা ছাড়া চট্রগ্রামে যাওয়ার অন্য কোন রাস্তা নেই। আমাদের ঢাকায় যেতেই হয়, ঢাকার কানেকটিং ট্রেন তো আছে। ঢাকা থেকে সরাসরি এখনও ব্যবস্থা হয়নি তবে আমরা ভবিষ্যতে যদি কক্সবাজারের সাথে সরাসরি যোগাযোগ করি, তখন পঞ্চগড়ের বিষয়টি আমরা চিন্তাভাবনা করবো যাতে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত যাতে আমরা এখানে টিকিট করতে পারি।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube