আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
আগামী জুন মাসেই চিলাহাটী হলদীবাড়ী রেল পথ চালু হবে, চিলাহাটী রোডে যুক্ত করা হবে কয়েকটি নতুন ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তা উদ্বোধন করবেন।
ভারতের সাথে রেল সংযোগ স্থাপন চিলাহাটী ও চিলাহাটী হলদীবাড়ী বর্ডারের মধ্যে ব্রডগ্রেজ রেল পথ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, এমপি। শনিবার (২১সেপ্টেম্বর) উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটী রেল ষ্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহা-ব্যবস্থাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী মতি রীভা গাঙ্গুলী দাস, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর,এমপি, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য (৩২৩) রাবেয়া আলীম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম), ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রহমান আলমগীর, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্ততার সুমিসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, এ অঞ্চলের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এখানে কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। তিনি কাজটি সঠিক সময়ে শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।