শ্রী শুকদেব লাল শুভ, জেলা প্রতিনিধি, ঢাকা।।
রাজনৈতিক দলগুলো চাইলে আগামী এক মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, 'রাজনৈতিক দলগুলোর নানা প্রতিবন্ধকতার শিকার হয়ে অনেক কাজই এগিয়ে নেয়ার সুযোগ হয়নি।'
তিনি বলেন, 'গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন নানা প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছে। তবে এ আইন দ্রুত আলোর মুখ দেখতে পাবে।
সাংবাদিক সুরক্ষা আইন আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হয়ে যাবে। তবে রাজনৈতিক দলগুলো চাইলে আগামী এক মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।