অনলাইন ডেস্ক >>
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দেড় বছরের শিশু ওয়াসিমকে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত শিশু ওয়াসিম অষ্টগ্রাম উপজেলার ডালারকান্দি গ্রামের আ. ওয়াদুদের ছেলে।
ঘটনার সময় ঘাতক আলকাস মিয়াকে আটক করার চেষ্টা করলে ছুরিকাঘাতে তার শ্বশুর সুরুজ আলী (৭০), শ্যালক মুজিবুল হক (২৫) ও আ. ওয়াদুদের ভাই নূরু মিয়া (৫০) আহত হন। তাদের অষ্টগ্রাম হাসপাতালে আনা হলে সুরুজ মিয়া ও মুজিবুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আ. ওয়াদুদ ও তার চাচাত ভাই আলকাস মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে লোকজনের অনুপস্থিতির সুযোগে আলকাস মিয়া ছুরি নিয়ে ওয়াদুদের ঘরে ঢুকেন। এসময় বিছানায় শায়িত ওয়াসিমকে জবাই করে হত্যা করেন। হত্যার পর রক্তমাখা ছুরি হাতে পালিয়ে যাওয়ার সময় আলকাস মিয়াকে আটক করার চেষ্টা করলে তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন ঘাতক আলকাস মিয়া। পরে গ্রামবাসীরা আলকাস মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
অষ্টগ্রাম সার্কেল এএসপি এসএম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্টিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আরো চারজনকে আটক করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।