এএসএম সা'-আদাত উল করীম:
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় গাজীপুর চৌরাস্তা'র মোড়ে মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়,গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে যাবার পথে জয়দেবপুর চৌরাস্তা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার বিভাগীয় কমিশনারের পাজেরো গাড়িকে প্রচন্ডবেগে ধাক্কা দেয়। এতে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের পায়ে প্রচন্ড আঘাত পান এবং শরীরের অন্যান্য স্থানে আঘাত পান। তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও কমিশনারের বডিগার্ড এএসআই মো. আব্দুল বারেক ও ড্রাইভার আহত হয়েছেন।
এ বিষয়টি নিশ্চিত করে শহীদ তাজুদ্দিন মেডিক্যাল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ড. মো. রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, খন্দকার মোস্তাফিজুর রহমান মাথা-পা ও হাতে বেশি আঘাত পেয়েছেন। শরীরের হাড় ভেঙে গেছে কি না তা এক্সরে এর পর বলা যাবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, শহীদ তাজুদ্দিন মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।