প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২০, ৭:৪০ অপরাহ্ণ
অর্থনৈতিক মুক্তি নারীর টেকসই উন্নয়ন স্লোগানে সৈয়দপুরে দুই দিনব্যাপি পণ্য প্রদর্শনী

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ ‘অর্থনৈতিক মুক্তি নারীর টেকসই উন্নয়ন’ শ্লোগানে নীলফামারীর সৈয়দপুরে দুই দিনব্যাপি পণ্য প্রদর্শনী শুরু হয়েছে।বৃহস্পতিবার(২৬ নভেম্বর)দুপুরে সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাসিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম এর সভাপতি শিউলী বেগম।
অংশ নেওয়া উদ্যোক্তা নাসরিন আক্তার বলেন, আমার স্টলে পুঁথির পণ্য রয়েছে। এতে আমাদের নিজেদের তৈরী হাতব্যাগ, কলমদানী, বিভিন্ন স্ট্যান্ড, মেয়েদের ব্যবহার্য নানা পণ্য রয়েছে । সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পাওয়া যাবে এখানে।
ওমেন্স ই-কমার্স ফোরামের সভাপতি শিউলী বেগম বলেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি, যাতে তারা তাদের তৈরিকৃত পণ্য বাজারজাত করতে পারেন এবং অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে পারেন। দু’দিনের প্রদর্শণীতে হাতের কাজ করা থ্রি পিস, সুতার ডোর ম্যাট, হিজাব, চাদর, পার্স, ব্যাগ, টেবিল ম্যাট, স্লিপার, সিকিয়া ও শিশুদের পোশাকসহ বিভিন্ন প্রকার পণ্য রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube