আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: অভাবের তাড়নায় এবং পরিবারে অধিক সদস্যের ভরণ-পোষণ খরচ বহন করার মতো সামর্থ্য না থাকায় নবজাতক জমজ দুই সন্তানকে বিক্রি করেন। নবজাতকদের হারিয়ে মায়ের আহাজারির কথা সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশিত খবরটি জামালপুরের জেলা প্রশাসক মো.এনামুল হকের দৃষ্টি আকর্ষিত হয়।পরে তিনি বৃহস্পতিবার ৭ জানুয়ারি ছুটে যান জামালপুর পৌরসভার রামনাগর গ্রামের দিনমজুর আলী আকবরের অন্যের আশ্রিত বাড়িতে। অনেকটাই কর্মহীন আকবরের জন্য একটি ঘর এবং কর্মসংস্থানের জন্য একটি মুদির দোকান করে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক । প্রাথমিক পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে জমজ শিশুদের জন্য ১০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী জেলা প্রশাসকের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।