ঝিনাইদহ প্রতিনিধি>>
অবৈধ পথে ভারতে প্রবেশের সময় মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৯ বাংলাদেশি নারী- পুরুষ আটক হয়েছে। আটককৃতরা হলেন, বাগেরহাটের স্মরনখোলা উপজেলার হোন্দাঘাটা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে মোঃ সোলেমান খান (৪২), একই উপজেলার পশ্চিমখাদা গ্রামের মোঃ বাহাদুর খানের ছেলে মোঃ সবুর খান (২৩), পূর্ব খুন্তাকাটা গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে মোছাঃ সালমা বেগম (৩০), যশোরের ঝিকরগাছা উপজেলার আমিনী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ ইমন হোসেন (১৯), একই জেলার বাঘারপাড়া উপজেলার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুরের সালতা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মোঃ আব্দুস সামাদ শেখের মেয়ে রোমা শেখ (২৪), একই গ্রামের মোঃ পান্নু শেখের মেয়ে মোছাঃ অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার চরযাদবপুর গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছোটঘাটপাড়া গ্রামের মৃত বিলাত আলীর মেয়ে মোছাঃ সোহাগী (৩০)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন বেনীপুর বিওপির চুয়াডাংগার জীবননগর উপজেলার আটপিকা নামক স্থান হতে তাদের আটক করা হয়। এরা বিনা পাসপোর্টে চোরাই পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। গণপরিবহণ বন্ধের মধ্যে এ সব নারী পুরুষ কীভাবে সীমান্তে জড়ো হলো সে সম্পর্কে জানা যায়নি। আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।