প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ
অবশেষে ওএসডি হলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি :>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন।
গত সপ্তাহে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে তার ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এলাকাবাসী জানায়, ডা. শাহীনুর আলম সুমন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে যোগদান করার পর থেকেই অনিয়ম শুরু করেন। তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন গ্রহণ, চিকিৎসাপত্রে নির্দিষ্ট ওষুধ লিখতে বাধ্য করা, পল্লী চিকিৎসকদের চেম্বার পরিদর্শনের নামে হয়রানি, হাসপাতালে বহিঃ বিভাগ ও আন্তঃ বিভাগের অধিকাংশ পরীক্ষা তার নির্দেশিত ডায়গনস্টিক সেন্টারে করা। যেসব ডায়গনস্টিক মাসোহারা দেয় শুধু তাদের প্রতিনিধিরাই হাসপাতালে প্রবেশ করতে পারে। একই অবস্থা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের বেলায়ও। হাসপাতালটিকে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেন বলে এলাকাবাসী জানান। তার বদলি হওয়ায় দাউদকান্দিবাসী স্বাস্থ্যবিষয়ে এক স্বেচ্ছাচারিতার হাত থেকে রক্ষা পেয়েছে বলে অনেকেই মতামত ব্যক্ত করেন। তার জ্ঞাতসারেই ভুয়া ডাক্তারগণও তাদের অনৈতিক কার্যক্রম চালিয়ে আসার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ডা. শাহীনুর আলম সুমন এর আগে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার থাকাকালীন সময়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে স্ট্যান্ড রিলিজ হয়েছিলেন। এ ব্যাপারে বার বার চেষ্টা করেও ডা. শাহীনুর আলম সুমনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube