ক্রাইম পেট্রোল ডেস্ক:
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর দেশব্যাপী ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘিরে যে কোনো অ'প্রীতিকর ঘটনা এড়াতে কঠোর এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ অক্টোবর) র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
খন্দকার আল মঈন বলেন, 'মঙ্গলবার থেকে বিভিন্ন রাজনৈতিক দল ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখাসহ তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র্যাব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী র্যাবের ১৫টি ব্যাটালিয়নের ৩শ টহল দল নিয়োজিত থাকবে। এছাড়াও গোয়েন্দা নজরদারী কার্যক্রম চলমান থাকবে।'
তিনি বলেন, 'কেউ যদি কোনো ধরনের না'শকতা কিংবা স'হিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে-সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। যে কোনো না'শকতা ও স'হিংসতা প্রতিরোধে র্যাব সার্বক্ষণিক সচেষ্ট থাকবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।