ক্রাইম পেট্রোল ডেস্ক:
অপরাধ দমনে দেশসেরা পুরস্কার পেয়েছে কুমিল্লা জেলা পুলিশ। মা'দক নিয়ন্ত্রণ , আ'গ্নেয়াস্ত্র উদ্ধার, না'শকতা রোধ, চু'রি, ডাকাতি, ছি'নতাই ও চাঁ'দাবাজি, ডাকাতি নিয়ন্ত্রণ করে এ পুরস্কার লাভ করে। পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিপি'র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার আব্দুল মান্নান।
বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সপ্তাহ-২০২৪ খ্রি. উপলক্ষে দেশের সকল জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এতে ২০২৩ সালে মা'দকদ্রব্য উদ্ধার, অবৈধ আ'গ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে কৃতিত্ব অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানের হাতে এ পুরস্কার তুলে দেন।
পুলিশ সুপার আব্দুল মান্নান এর নেতৃত্বে দেশের জেলা পুলিশের সব ইউনিটের মধ্যে মা'দকদ্রব্য উদ্ধারে ১ম স্থান, অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে ১ম স্থান ও অবৈধ আ'গ্নেয়াস্ত্র উদ্ধারে ২য় স্থান অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।