ক্রাইম পেট্রোল ডেস্কঃ এক অন্য রকম আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) মহোদয়কে। দীর্ঘ দেড় বছর কর্মকালীন পুলিশ কমিশনারের সুনাম ছিলো দিবাকরের ন্যায় সমুজ্জ্বল।
আজ রবিবার মধ্যাহ্নে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) মহোদয়কে প্রথাগতভাবে বিদায় দেওয়া হয়। বিদায়ের পূর্ব মূহুর্তে পুলিশ কমিশনারকে গার্ড অব অনার দেওয়া হয় এবং নানা ফুলে সুসজ্জ্বিত গাড়িতে ফুলের রশি বেঁধে খালিশপুর মেট্রোভবন থেকে বিদায় জানানো হয়। এই সময় সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাসহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) মহোদয়কে বদলি করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে। আমরা তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।