মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর লালকুঠি মোড়ে সৌন্দর্য বর্ধনের জন্য অধিগ্রহণকৃত জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। এসময় আটটি দোকান উচ্ছেদ করা হয়। গত ১৪ ই জুন ১ কোটি ৫১ লাখ টাকায় জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণকৃত এই জমির দখল বুঝিয়ে দেওয়ার পর স্থাপনা সরাতে ১৪ দিনের নোটিশ দেওয়ার পরেও দখল রেখেছিলো জমির মালিক মাকসুদুর রহমান।
সোমবার (২৮ জুন) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. ফিরুজুল ইসলাম।
তিনি বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে সিটি কর্পোরেশনের অধিগ্রহণ করে টাকাও পরিশোধ করে দেওয়া হয়েছে। কিন্তু এরপর তাদের জমি ছেড়ে দিতে নোটিশ দিলেও তারা সেটি দখল করে রেখেছিলো। আমরা আজ এই জমিতে স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছি।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা এই সড়কটির নান্দনিক সৌন্দর্যবর্ধনের জন্য এই অধিগ্রহণকৃত জমিটি ফাঁকা করতে সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরেও তারা স্থাপনা সরায়নি ।তাই উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি দখলমুক্ত করা হয়েছে।