মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সব সেশনের সকল বর্ষে ক্লাস শুরু ও অটো প্রমোশনের দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার (২৫ অক্টোবর) ১১টায় নগরীর প্রেস ক্লাবের সামনে শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী অন্যান্য শিক্ষাক্রমের অটোপাশের কথা বললেও ডিপ্লোমাদের বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি। তাই আমরা হতাশ হয়ে পড়েছি। অবিলম্বে অটো প্রমোশনসহ অষ্টম পর্বের মৌখিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্বের সংক্ষিপ্ত সিলেবোসে দ্রুত পরীক্ষাগ্রহণ অথবা অটো প্রমোশনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।