প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২০, ৭:৫০ অপরাহ্ণ
অটো গাড়িতে গৃহবধুূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় অটোরিক্সায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অটোরিক্সা চালক কামাল ইসলাম(২০) ও তার সহযোগী ইউনুস আলী(৪৫) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারদের বাড়ি উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মফিজপাড়া গ্রামে।
জানা যায়, সোমবার(২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি মুন্সিপাড়া গ্রামের ওই গৃহবধূ বাবার বাড়ি সান্তাহার যাওয়ার জন্য ডোমার রেলস্টেশনে আসে। কিন্তু রাতে ট্রেন না থাকায় একটি অটোতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি ফিরছিল। পথে ভেলেঙ্গার ডারা এলাকায় অটোচালক ও তার সহযোগী ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর আর্তচিৎকারে বাসাবাড়ির লোকজন বেরিয়ে এসে গৃহবধূকে রক্ষা করে ও উক্ত দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করা হয়। রাতেই গৃহবধূ বাদি হয়ে তাদের নামে থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা করেছে। গ্রেপ্তারদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube