ক্রাইম পেট্রোল ডেস্ক:
আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অবরোধের নামে অ'গ্নিসন্ত্রাস করে আর যেন একটাও পার না পায়। কেউ আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে ওই আগুনেই তাকে ফেলতে হবে, হাত পু'ড়িয়ে দিতে হবে। যে হাত দিয়ে আ'গুন দেবে, সেই হাতই পোড়াতে হবে। তাহলে এরা সোজা হবে, নাহলে সোজা হবে না। কারণ, যে যেমন তার সঙ্গে তেমনই করতে হবে।'
শুক্রবার (৩ নভেম্বর২০২৩ খ্রি.) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়েকজন দু'ষ্কৃতকারীর লাফালাফিতে নির্বাচন বা'নচাল হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচনের আগে নানাভাবে গ'ণ্ডগোল করার চেষ্টা করবে। এসময় সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'
নির্বাচনের আগে ষ'ড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'অ'গ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের খুঁজে বের করে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমালের সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। আমাদের আর কোনো কিছু নাই, আমাদের কোনো মুরুব্বি নাই। দেশের জনগণই আমাদের সব।'
প্রধানমন্ত্রী বলেন, 'এটা ভুললে চলবে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেক দেশ বিপক্ষে ছিল কিন্তু বাংলাদেশে জনগণই অ'স্ত্র হাতে তুলে নিয়ে এই দেশ স্বাধীন করেছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।