হোমনায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনা দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউট হোমনা উপজেলা শাখার উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা ।
বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো.আবদুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন। সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী শিক্ষা অফিসার খাদিজা আক্তার, হোমনা উপজেলা শাখার স্কাউট সম্পাদক ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হোমনা উপজেলা শাখার স্কাউট লিডার ও সহকারী শিক্ষক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, কোর্স লিডার ও সহকারী শিক্ষক মো.ওয়াহিদুল্লাহ প্রমুখ।
জানা গেছে,প্রশিক্ষন কোর্সে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন ।