মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ন্যাশনাল ব্রিকস কে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের চন্ডিচর এলাকায় স্থাপিত ন্যাশনাল ব্রিকস এ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। ইটভাটায় তৈরী ইটের পরিমাপ সঠিক না থাকা এবং লাইসেন্স না থাকার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে এই দ’ণ্ডাদেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় হোমনা থানা পুলিশের সহায়তায় সঙ্গে ছিলেন বিএসটিআই কুমিল্লার প্রতিনিধি কাজী শাহান।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, ‘ইটভাটায় তৈরী ইটের পরিমাপ সঠিক না থাকার অপরাধে ৫০ হাজার টাকা এবং এবং লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদ’ণ্ডাদেশ দেওয়া হয়েছে। এসময় ইটভাটার কর্তৃপক্ষ অনুমোদনের জন্য আবেদন করেছেন বলে দাবি করলেও তার স্বপক্ষে কোনো কাগজ প্রদর্শন করতে পারেননি। তবে দ্রুততম সময়ের মধ্যে অনুমেদানের সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অন্যথায় ইটভাটা বন্ধ করে দেয়া হবে বলে কর্তৃপক্ষকে জানানো হয়।’