মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদওে বর্ণাঢ্য র্যালি ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যলিতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জসীম উদ্দিন সওদাগর, জালাল উদ্দিন খন্দকার ও মো. তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানো, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিকনিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি সেবাজনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই দিবস উদযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য। উন্নয়ন মেলায় হোমনা পৌরসভা, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলাজন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এক টুকরো হোমনা ফেইসবুকগ্রুপ তাদের সেবা ও কার্যক্রম তুলে ধরে স্টল স্থাপন করেন।