মো. ইব্রাহিম খলিল, হোমনা ,কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে” দুই দিনব্যাপী শিশু মেলার সমাপনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিুশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ’ শীর্ষক আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম। স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর।
আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবীর, মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাহারুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।