মোসারফ হোসেন , হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় দড়িচর উচ্চ বিদ্যালয় নামে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলা ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর খেলার মাঠে বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসাদুজ্জামান , হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রহুল আমিন, ইউপি চেয়ারম্যান মো.মফিজুল ইসলাম গনি । উপজেলা আ’লীগের সদস্য খন্দকার মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমাণ্ডের সাবেক ডেপুটি কমাণ্ডার আবুল কাশেম প্রধান, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ওহাব মোক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সামসুজ্জামান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, মিজানুর রহমান মাস্টার, মো. আলামিন মোক্তার, সহকারী শিক্ষক সাবিকুন্নাহার কাকলি,স্বর্নপদক প্রাপ্ত কৃষক লাল মিয়া মেম্বার ও আতাউর রহমান নয়ন প্রমুখ ।
স্থানীয়রা জানান, ২নং ঘাগুটিয়া ইউনিয়ন উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত। এ ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় দড়িচর,দূর্গাপুর, চুনারচর, কাউয়ারটেক, কুড়ালিয়াকান্দি , নালাদক্ষিণ, ভাবনীপুর মাধবপুর ,ঘাগুটিয়া, আলীপুর ,রামপুরসহ আরো কিছু এলাকার ছেলে -মেয়েদেরকে হোমনা বা দুলালপুরে গিয়ে পড়াশুনা করতে হতো।এখানে বিদ্যালয়টি স্থাপিত হওয়ায় এ এলাকার মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
প্রসঙ্গত, বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন ।পরবর্তীতে জেলা প্রশাসকের অনুমতিক্রমে ইউএনও আজগর আলীর আন্তরিক প্রচেষ্টায় “ক তপসিলভুক্ত ৩০ শতাংশ খাস ভূমি বিদ্যালয়টির নামে বন্দোবস্ত দেন । এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি ও এলাকাবাসির সহযোগিতায় বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন।