
মো.ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা – ২০১৯ খ্রি. উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহেনা বেগম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোমনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, রেহেনা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হোমনা কফিলউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন, ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, কাশিপুুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবুল বাসার সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা কফিলউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক মো. আইয়ুব আলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষির্থীবৃন্দ।
আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী সেরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়।