মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি>>
“দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে ।এ উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, ও ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে ।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে এসিল্যান্ড মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহম্মেদ জাকির, উপজেলা প্রকৌশলী জহিরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, ফায়ার সার্ভিসের ফিল্ড অফিসার মো. আশিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমীন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, ইউপি চেয়ারম্যান মো.শাহ জাহান মোল্লা,মো.কামরুল ইসলাম, ওসিএলএসডি মো. গোলাম মোস্তফা ও ডিএইচবি’র আব্দুর রহিম প্রমুখ।পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।