মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় আগুনে ক্ষতিগ্রস্ত পরবারের মাঝে ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে । আজ বুধবার ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী উপজেলা রাজস্ব তহবিল থেকে তার কার্যালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত মো.খুরশিদ মিয়ার হাতে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমাদ জাকসি, উপজেলা প্রকৌশলী মো. জহিরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নাহিদ আহাম্মেদ জাকির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রমজান আলী, আছাদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মফিজুল ইসলাম মেম্বার,ঘাগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনিসহ ক্ষতিগ্রস্ত ক্তির পরিবারের লোকজন উপস্থিত ছিলেন । জানাগেছে, গত ৯ জুলাই, ভয়াবহ অগ্নিকাণ্ডে আসাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের খুরশিদ মিয়ার নগদ ৩ লক্ষ টাকাসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায় ।এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় । এ নিয়ে পত্র -পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী উপজেলা রাজস্ব তহবিল থেকে এ অনুদান প্রদান করেন ।
আগুনে ক্ষতিগ্রস্ত খুরশিদ মিয়া বলেন, আমার যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার মতো নয় ।তবে ইউএনও স্যার আমাকে যেটুকু সহযোগিতা করেছেন তাতেই আমি অনেক খুশি হয়েছি । আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেনো স্যারকে নেক হায়াত দান করেন।