মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় আইন -শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন- শৃঙ্খলা কমিটির উপদেষ্টা অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, এস আই মো. ফারুক, ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি, মো. জালাল উদ্দিন পাঠান, মো. জালাল হোসেন, মো. শাহজাহান মোল্লা ও মো. নাজিরুল হক ভূঁইয়া, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাংবাদিক মো. কামাল হোসেন প্রমুখ। সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ।
সভায় বক্তারা মাদক, জুয়া, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, সিএনজি অটোরিকশার হ্যালোজেন লাইটের ক্ষতিকর দিক, বিভিন্ন রোডের সিএনজির নির্ধারিত ভাড়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ২-৪ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন- শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মত প্রকাশ করেন।