অনলাইন ডেস্ক :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন । আজ বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ। আগামী ১৩ ফেব্রুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন স্ত্রী রাশিদা খানম, দুই ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও রিয়াদ আহমেদ ।