
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই কবুতর চোরকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে তাদের এ কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলী শাহীন (২০) ও স্বপন (২২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় বসবাসরত আ. সালেকের ছেলে আলী শাহীন ও রূপচাঁদ মিয়ার ছেলে মো. স্বপন দীর্ঘদিন যাবত ওই এলাকার বিভিন্ন বাড়ি থেকে কবুতর চুরি করাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।
এলাকাবাসী তাদের অপকর্মে অতিষ্ঠ হয়ে স্থানীয় প্রশাসনের কাছে তাদের গ্রেফতারের দাবি জানান। গত সোমবার গভীর রাতে আলী শাহীন ও মো. স্বপন দড়িকান্দি এলাকায় বিভিন্ন বাড়িতে পরিকল্পিতভাবে কবুতর চুরি করতে যান। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাহীন ও স্বপনকে ৩ মাসের কারাদণ্ড দেন বলে জানান পুলিশ কর্মকর্তা।