
শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি>>
গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার সন্ধায় উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন আওয়ামী লীগের নির্মাণাধীন অফিস কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তৃতা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমার, সহ-সভাপতি আঃ হালিম মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের মিরান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী, যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শুভাস চন্দ্র, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আঃ হালিম মিয়া মাস্টার, সৈয়দ জেলানী হাসান ও শহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, ছাইতানতলা বাজারের সরকারি জমিতে আওয়ামী লীগের ইউনিয়ন অফিস নির্মাণ করছিলেন নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোলেমান আলী ঘটনাস্থলে উপস্থিত হন এবং সরকারি জায়গায় আওয়ামী লীগের অফিস নির্মাণে বাধা দেন। সে কারণেই তারা এ বিক্ষোভ ও আলোচনা সভা করেন। বক্তারা সরকারি জায়গায় আওয়ামী লীগের অফিস নির্মাণ এবং ওই জায়গা থেকে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে জোর দাবী জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, সারকারি জায়গায় কোন দলীয় বা অবৈধ অফিস স্থাপন করা আইনগত দণ্ডনীয় অপরাধ।