
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ সাদ্দাম হোসেন। রবিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ সাদ্দাম হোসেন কে সম্মাননা ও স্মারক ক্রেষ্ট প্রদাণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (সদর সার্কেল) সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাসড়কে অবৈধ যানবহন, থ্রি হুইলার, পিকআপ, ট্রাক, আলমসাধু, নছিমন, করিমন, অবৈধ বিভিন্ন গাড়ি আটক, মোটর সাইকেল এ হেলমেট বিহীন চলাসহ.বিভিন্ন যান এ মামলা ও নানাবিধ কাজে সফলতা অর্জন করায় ঝিনাইদহ জেলার সেরা সার্জেন্ট সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। জেলার সেরা সার্জেন্ট সাদ্দাম হোসেন নির্বাচিত হওয়ার ব্যাপারে শিক্ষানবিশ সার্জেন্ট সাদ্দাম হোসেন সাংবাদিকদের জানান, এই সম্মাননা আমার কাজের গতি আরো বাড়িয়ে দেবে।