ফারুক হোসেন রাজ, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়ায় আসন্ন (২৪ মার্চ ২০১৯) ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা ফুটবল মাঠ চত্বরে এক কর্মী সমাবেশ ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ফেব্রুয়ারি ২০১৯) বিকালে বর্তমান কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং আসন্ন উপজেলা নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে যুবলীগের আহ্বায়ক শেখ মাসুমুজ্জামান মাসুম অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন।
বর্ধিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া), সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্যাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া পৌর সভার (ভারপ্রাপ্ত) মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক সুরাইয়া ইয়াসমিন রত্না, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না। এছাড়াও ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ সহ উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
নৌকা প্রতিক বিজয়ের লক্ষে বর্ধিত কর্মী সমাবেশে অতিথিরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, উন্নয়নের রোল মডেলের সরকার, কলারোয়ার জনো-সাধারণের সার্বিক উন্নয়ন কল্পে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশ শেষে উপজেলা ফুটবল মাঠ চত্বর থেকে তৃনমূল মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।