
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) থেকেঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ক্যাপ্টেন জালাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ তার সহযোগীকে আটক ও নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে জামালপুর র্যাব-N১৪ ,সিপিসিÑ১। গতকাল বুধবার (২৬ আগস্ট) ১২টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ক্যাপ্টেন জালাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।এ অভিযান পরিচালনা করেন জামালপুর র্যাবÑ১৪,সিপিসিÑ১ এর সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা ও সহকারী কমান্ডার এ ডি মোঃ আনোয়ার হোসেন।
অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ক্যাপ্টেন জালাল ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন বিশেষজ্ঞ সেনাবাহিনীর ক্যাপ্টেন (অবঃ) ডাঃ জাালাল আহম্মেদ,এম বি বিএস(এএফএমসি) এফ সি পি এস(মেডিসিন) সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ডাক্তার পরিচয়ে এবং সেনা বাহিনীর পোশাক ও প্যাডে সেনা বাহিনীর মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন রোগের রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল।গোপন সংবাদের ভিক্তিতে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চিকিৎসক জালাল আহম্মেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও আর্মি মেডিকেল কোরের এমবিবিএস(এমবিডিসি রেজি নংÑ৪৩১৬) সনদ ভুয়া প্রতীয়মান হওয়ায় ভুয়া ডাক্তার জালাল আহম্মেদ ও তার সহযোগী রাসেল মিয়া কে আটকসহ নিষিদ্ধ ওষুধ জব্দ করে নিয়ে যায়।
ভুয়া চিকিৎসক গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার কুসুমদিয়া গ্রামের মৃত- হাসান আলী’র ছেলে চিকিৎসক জালাল আহম্মেদ ও সহযোগী টাংগাইল জেলার গোপালপুর উপজেলার বেড়া ডাকরি গ্রামের মজিবর রহমান এর ছেলে রাসেল মিয়া কে আটক করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অভিযানে উপস্থিত থাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ বলেন, যেহেতু সংশ্লিষ্ট ডাক্তারের সব কিছুই ভুয়া কাজেই তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি না দিয়ে নিয়মিত মামলা করা যেতে পারে বলে জানান।