মাও: শামীম আহমেদ সাঁথিয়া পাবনা >>
প্রথমে ঈশার নামাজ আদায় করার পর তারাবীহ ২০ রাকাত নামাজ আদায় করবেন। এরপর বিতর নামাজ বাদ রেখে দুই দুই রাকাত করে নিয়্যাত করবেন। নিয়্যাত হল: নাওয়াইতুয়ান উসাল্লিয়াহ লিল্লাহী তায়ালা রাকাতায় সালাতিল লাইলাতুল কদর সুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতী আল্লাহু আকবার ।তারপর সানা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন। অতপর সুরা ফাতিহার সাথে যে কোন সুরা মিলাবেন অথবা তিনবার করে সুরা ইখলাস পাঠ করবেন। এ রকম করে যত সম্ভব বেশী বেশী করে নামাজ আদায় করবেন।সবশেষে বিতর নামাজ আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন।