মাও: শামীম আহমেদ সাঁথিয়া পাবনা প্রতিনিধি>>
লাইলাতুল আরবি শব্দ যার অর্থ রাত, রজনী, শর্বরী,আর কদর আরবি শব্দ যার অর্থ ভাগ্য, কপাল, মুক্তি ইত্যাদি। সুতরাং লাইলাতুল কদর শব্দদ্বয়ের সমষ্টিগত অর্থ হবে মুক্তির রজনী, নাজাতের রজনী, ভাগ্য লিপিবদ্ধের রজনী ইত্যাদি। এ ব্যাপারে হযরত রাসুল (সা) বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ কর অর্থাৎ ২১,২৩,২৫,২৭,২৯, এর যে কোন একটি রাত খুঁজলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও হযরত রাসুল (সা) বলেছেন, যে ব্যক্তি ইমানের সহিত সাওয়াবের আশায় পবিত্র লাইলাতুল কদর রজনীতে ইবাদত করবে মহান আল্লাহ তায়ালা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এছাড়াও হযরত রাসুল (সা) বলেছেন, যে ব্যক্তি পবিত্র লাইলাতুল কদর রাত্রে ইবাদত করবে মহান আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাকে মহা বিপদ থেকে রক্ষা করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।। অতএব, প্রত্যেক মুসলমানের উচিত ঐ পবিত্র রজনীতে নফল ইবাদত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে রাতকে অতিবাহিত করা। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন, ছুম্মা আমিন।