crimepatrol24
১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রমেকে প্রণোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ, অ ব রু দ্ধ পরিচালক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >>
রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালকের প্রধান ফটকে তা লা দিয়ে তাকে অ ব রু দ্ধ করে বিক্ষোভ করেছেন হাসপাতালে কর্মরত নার্সরা।
তাদের অভিযোগ, করোনাকালে চিকিৎসাসেবায় নিয়োজিতদের জন্য সরকারঘোষিত বিশেষ প্রণোদনার টাকা দিতে টালবাহানা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন নার্সরা। প্রণোদনাবঞ্চিত নার্সদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার ঘোষণাও দিয়েছে নার্সেস অ্যাসোসিয়েশন।
বিক্ষোভকারীদের অভিযোগ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে তারা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। সরকার স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছিল। প্রণোদনার সেই টাকা হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা পেয়েছেন। কিন্তু নার্সদের কাউকে দেওয়া হয়নি। কেন পাচ্ছেন না? তাও জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর তালিকা দেওয়া হয়। কিন্তু সেই তালিকা এখনও পাঠানো হয়নি। উল্টো পরিচালক খারাপ ব্যবহার করছেন বলে তাদের অভিযোগ।
শাহিনা পারভীন নামে আরেক নার্স বলেন, আমরা এর আগে ৭ জুলাই আন্দোলন করেছি। সেদিনও একই দাবি পরিচালককে জানিয়েছি। তাকে একাধিকবার তালিকাও দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে যোগ দেব না।
নার্সেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মানিক বলেন, আমরা তো সরকারঘোষিত প্রণোদনার অর্থ চাচ্ছি। কোনো অন্যায় দাবি নিয়ে আন্দোলন করছি না। এটা আমাদের ন্যায্য পাওনা। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে আমাদেরকে অবহেলা করছে। দ্রুত সময়ের মধ্যে বিশেষ প্রণোদনার অর্থ না দেওয়া হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে প্রণোদনার বিষয়ে পরিচালকের কাছে গেলে তিনি অশোভন আচরণ করেন। রাগে ফুলদানি ও টেলিফোন ছুঁড়ে ফেলেন। আমরা তো তার কাছে করুণা চাচ্ছি না। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে হাসপাতালের ২৪২ জন চিকিৎসকের সবাই প্রণোদনা পেয়েছেন। কর্মচারীরাও প্রণোদনার টাকা নিয়েছেন। কিন্তু আমাদের এখন পর্যন্ত একটি টাকাও দেওয়া হয়নি। অথচ আমরা সব থেকে বেশি সেবা দিচ্ছি।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম গণমাধ্যমকর্মীদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হন নি। হাসপাতালের অন্য কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শোক সংবাদ

নাসিরনগরে নতুন বই নিয়ে আনন্দে বাড়ি ফিরল শিক্ষার্থীরা

ধানের শীষ পাখিরা খেয়ে ফেলেছে, আর ধানতো নাই-ই : সেলিমা আহমাদ এমপি

প্রেমের টানে বাংলাদেশে চলে এলো ভারতীয় গৃহবধূ

হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলের ভোট

হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলের ভোট

বিএনপি নেতার জানাযার নামাজে কুমিল্লা-৫ আসনের এমপি

বিএনপি নেতার জানাযার নামাজে কুমিল্লা-৫ আসনের এমপি

জামালপুরে নাতির কুকর্মের দায়ে ৮৫ বছর বৃদ্ধের সঙ্গে ১১বছরের শিশুকন্যার বিয়ে

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে ব্যবসায়ী মোখলেছুর রহমানের উদ্যোগে হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত