
জেলা প্রতিনিধি , রংপুর : রংপুরের হারাগাছ এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের বিপুলসংখ্যক নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২জন নারীসহ মোট ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় হারাগাছ থানা পুলিশ পশ্চিম পোদ্দার পাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত. আবির উদ্দিনের ছেলে আব্দুল জলিল, বাচ্চা মিয়ার ছেলে সামা মিয়া, সৈয়দ আলীর স্ত্রী সুলতানা বেগম ও ইদ্দিস আলীর স্ত্রী গোলাপি বেগমকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। আজ বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের কাছে পুরো ঘটনা উপস্থাপন করেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, একটি চক্র বিড়ি-সিগারেটের নকল ব্যান্ডরোল ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারের শত শত কোটি টাকা লোপাট করছে। এরই মধ্যে গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছের দু’টি সিগারেট কোম্পানিতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার ও ৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এসআই জ্যোতিষ চন্দ্র বর্মন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।