
অনলাইন ডেস্ক : জামালপুরের মেলান্দহে গোরস্থান থেকে কবর খুঁড়ে ১০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গোরস্থানটি পৌরসভার মধ্য শাহাজাতপুর আহম্মদনগর মাদ্রাসা-মসজিদ সংলগ্ন। মঙ্গলবার বিষয়টি এলাকাবাসীর নজরে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কঙ্কাল চুরির উদ্দেশে কবর খুড়ে। এরপর দিনের বেলা কবরগুলো থেকে মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘটনা কি তা দেখার জন্য উৎসুক জনতা দিনের বেলা ভিড় জমাতে থাকে।
খবর পেয়ে মেলান্দহ থানা এসআই নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে দুটি স্ক্রু ডাইভার, একটি ব্যাগ ও দুস্কৃতিকারীদের ফেলে যাওয়া কিছু কাপড় উদ্ধার করে।
এলাকাবাসীর অভিযোগ, ‘কবরস্থানের পাশেই আহাম্মদনগর মাদ্রাসা-মসজিদ এবং আবাসিক এলাকা। সেখানে সব সময় মানুষ থাকে। তা সত্ত্বেও কীভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটলো!’