বিশেষ প্রতিনিধি |:> মেঘনা উপজেলার সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে স্কুল প্রাঙ্গণে অনেক অভিভাবকদের উপস্থিতিতে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারভীন -এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি এবং সমাজ সেবক ইয়াসমিন প্রধান। প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। পরে তিনি স্কুলটি ঘুরেফিরে দেখেন এবং স্কুলের উন্নয়নে কাজ করায় সেলিনা-শহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা ইসলাম সিআইপি’র প্রশংসা করেন।