আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাব এবং আঃ হামিদ মেম্বার স্মৃতি সমাজ কল্যাণ সংঘের পক্ষ হতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংগঠনের নেতৃবৃন্দ পথচারী, ব্যবসায়ী ও ভ্যান-রিক্সা চালকদের মাঝে এবং এলাকার লোকজনের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মাস্ক পরিয়ে দেন এবং সকলকে মাস্ক পরিধানে সচেতনতা বাড়ান। করোনাকালীন সংগঠনের এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ। তারা আরও জানান, করোনারকালীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করছেন এবং এ কার্যক্রমের ধারা চলমান আছে বলেও জানান। সংগঠনের পক্ষ হতে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য ফ্রি নিবন্ধন করে দিচ্ছে যাতে অতি সহজেই গ্রামের লোকজন টিকা নিতে পারেন। আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুলাই) তাদের অফিস কক্ষে এ বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মফিজুুল হক, প্রতিষ্ঠাতা মোঃ মনিরুজ্জামান শহীদ, সভাপতি রেজাউল হক,সাধারণ সম্পাদক ফরমান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।