crimepatrol24
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ভারি বর্ষণে রংপুর শহরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২১ ৮:২২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ভারি বৃষ্টিপাতের কারণে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের মধ্যে প্রায় সব ওয়ার্ডের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত পানিতে নাকাল নগরবাসী।

সোমবার (৪ অক্টোবর) স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মধ্যরাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই সাত ঘণ্টায় জেলায় ২২২ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরের অন্তত ৮ লাখ নাগরিক।

স্থানীয়রা বলছেন, সিটি করপোরেশনের উদ্যেগে যে পানি নিষ্কাশন ব্যবস্থা তা এক প্রকার দুর্বল হওয়ায় তাদেরকে জলাবদ্ধতার মতো সমস্যায় পড়তে হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মহানগরীর মাহিগঞ্জ, মেডিক্যাল পাকার মাথা, রাধাবল্লভ, কোতোয়ালী থানা রোড (মুলাটোল), শালবন, মিস্ত্রিপাড়া, জুম্মাপাড়া, মাস্টারপাড়া, কামারপাড়া, কামালকাছনা, গুঞ্জনমোড়, দর্শনা, জলকর, মুন্সিপাড়া, সেনপাড়া, লালবাগ, বাবাবুখা, বোতলা, খটখটিয়া, চিকলি, লক্ষণপাড়া, মডার্ণের বিভিন্ন এলাকাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এবং মহল্লার বাড়ি-দোকানপাটে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। সড়কগুলো পানিবন্দি থাকায় প্রধান প্রধান সড়ক এবং নগরীর সকল সড়কে যানবাহন সংকট এবং যারা যানবাহন নিয়ে বের হয়েছেন তাদের চলাচলও ব্যাহত হচ্ছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে হাবুডুবু খাচ্ছে বিভিন্ন পাড়া-মহল্লার ঘর-বাড়ি ও স্থাপনা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ক্ষতি হয়েছে অপূরনীয়। টানা ৭ ঘণ্টার ভারী বর্ষণে রংপুর মহানগরীসহ জেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে রেলপথ ডুবে গেছে। প্রধান সড়কের পাশের পাড়া-মহল্লার সব অলিগলি পানিতে ডুবে গেছে।

নগরীর সেনপাড়ার মজিদ দেওয়ান জানান, সকাল থেকে তিনি ঘরের বাইরে বের হতে পারছেন না। বাড়ির ভেতরেও পানি ঢুকে আছে। রান্না বন্ধ। নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের এক ভুক্তভোগী বাসিন্দা, মধ্যরাত থেকে বৃষ্টির কারণে সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই এই দুরবস্থা।

মাস্টারপাড়ার সেলিম হাসান জানান, তার বাড়িতে ঘর আছে মাত্র দুইটি। দু’টি ঘরই পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, ১৯৮৮ সালের বন্যার পর এবারই আমার বাড়িতে পানি উঠেছে। পরিবার-পরিজন নিয়ে কষ্টে পড়ে গেছি। রান্না বন্ধ। রাস্তায় পানি থাকায় ঘরের বাইরেও বের হতে পারছি না।

স্থানীয়দের অভিযোগ, রংপুর শহরের বুক চিরে যাওয়া ১৬ কিলোমিটারের শ্যামা সুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় ভারি বৃষ্টি হলে পানি উপচে লোকালয়ে প্রবেশ করে।

স্থানীয় রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রাতে ২২২ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে রংপুর নগরের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগামী তিনদিন গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মধ্যরাত থেকে ভারি বৃষ্টিপাতের কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দাবি করে তিনি বলেন, শহরের চারপাশে প্রচুর পানি থাকায় নগরের পানি বের হতে পারছে না। আশা করছি, অল্প সময়ের মধ্যে পানি নেমে যাবে।

লোকদের সাথে কথা বলতে গেলে তারা জানান, একটি দুর্যোগ অথচ আগে থেকে সিটি কর্পোরেশন অথবা আবহাওয়া অফিস কেউই কোন সতর্কবাণী বা পূর্বাভাস দেয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। রংপুর আবহাওয়া অফিসের এক পরিসংখ্যানে দেখা গেছে ওই বৃষ্টিপাতে রংপুরের শত বছরের বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। নগরীর ৩৩টি ওয়ার্ডের ৯০ ভাগ এলাকা পানিতে ডুবে জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ৮২ কর্মকর্তা, রংপুর বিভাগের ৭ জন

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ৮২ কর্মকর্তা, রংপুর বিভাগের ৭ জন

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ শ্লোগানে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গাইবান্ধায় রিক্সা ও ভ্যান শ্রমিকেদের সরকারি ভাতা দেয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগ

আইজি পদক পেলেন পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান

আইজি পদক পেলেন পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান

ধামরাইয়ে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়ের অভিযোগে নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

যাদের সঙ্গে বন্ধুত্ব করা ইসলামে নিষিদ্ধ

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

খুলনায় চো’রাই স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ মহিলা চো’র আটক

প্রতিনিধি আবশ্যক