ফারুক হোসেন রাজ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
যশোরের বেনাপোলের সাংবাদিক মোঃ তামিম হোসেন সবুজ এর ভাগ্নি মোছাঃ মায়া আক্তার (নিশি) বেনাপোল রেসিডেনশিয়াল প্রি- ক্যাডেট থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে এবং মেধায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। মায়া আক্তার নিশির বাবা-মা সকলের কাছে দোয়া করেছেন যাতে নিশি ভবিষ্যতে আরো ভালো করতে পারে।