ক্রাইম পেট্রোল ডেস্ক।।
এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট।
আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার আমরা শিক্ষক সমাবেশ করব। এছাড়া, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি থাকবে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে আমরা আগামীকাল পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছি। শুক্রবার ও শনিবার ছুটি, এর মধ্যে সমাধান না হলে রোববার থেকে হয়তো আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির দিকে যাব।’
এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন এবং জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসে ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন, যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক। ২৫ শতাংশ উৎসব ভাতা হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক ৩ হাজার ১২৫ টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে উৎসব উদযাপন করা সম্ভব নয়।’