ক্রাইম পেট্রোল ডেস্ক>> দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরের ইসলামপাড়ায় গৃহকর্মী রিমিকে (১৪) গরম খুন্তির ছ্যাঁকা দেয়ার অভিযোগে গৃহকর্তা আকরামুজ্জামানকে আটক করেছে পুলিশ।
রিমির মা ফেন্সি বেওয়া শিশু নির্যাতন আইনে বৃহস্পতিবার রাতে বিরামপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা গেছে , বিরামপুর পৌরশহরের আনসার মাঠ সংলগ্ন আকরামুজ্জামানের বাড়িতে উপজেলার মৃত মেহের আলীর কিশোরী মেয়ে রিমি ৭/৮ বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছে। গত বুধবার দুপুরে একটি কাঁচের গ্লাস ভাঙার কারণে রিমিকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেন আকরামুজ্জামানের মেয়ে নাজমা নেওয়াজ তিথি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ২০১৩ সালের শিশু নির্যাতন আইনের ৭০ ধারায় বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।