crimepatrol24
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের পদোন্নতি ও নিয়োগ দাবিতে কিশোরগঞ্জে দুই কর্মবিরতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৫, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ

 

মো: আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

সোমবার, ৫ মে ২০২৫, সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কিশোরগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে দুই ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগের অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা।

বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বানে সারাদেশের মতো কিশোরগঞ্জেও এ কর্মসূচি পালিত হয়। কর্মচারীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ, সহায়ক বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে ব্যানার হাতে অবস্থান কর্মসূচি পালন করেন।

বক্তারা জানান, বিচার বিভাগের বিভিন্ন দপ্তরে গাড়িচালক, পিয়ন, গার্ডসহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তাদের যথাযথ বেতন, বোনাস, ছুটি ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তারা আরও বলেন, বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস কাঠামোর আওতায় প্রথম ও ষষ্ঠ গ্রেডের পাশাপাশি সপ্তম ও ১২তম গ্রেডে যোগ্যতা অনুযায়ী বেতন-ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়